ফাইজারের আবেদন ভ্যাকসিন বাজারে আনতে
  প্রকাশিত হয়েছে    |  ১৩:৫১, নভেম্বর ২১, ২০২০
                               
                                        
                                        www.adarshabarta.com
    
                                    
                                        
                                    মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা :
শেষ পর্যন্ত করা ভ্যাকসিন এসেই গেল। যুক্তরাষ্ট্রের করোনা ভ্যাকসিনের অনুমোদন পেতে দুটি কোম্পানি আবেদন করেছে। এই দুটি কোম্পানির মধ্যে রয়েছে ফাইজার ও বায়োইনটেক।
তারা আজ এফডি এর কাছে আবেদন করে জানিয়েছে যে, তাদের করোনা ভ্যাকসিন প্রস্তুত। তৃতীয় ট্রায়ালে শতকরা ৯৫ ভাগ সফল। এখন তারা এই করোনা ভ্যাকসিন বাজারজাতকরণ করতে চায়।
এখন শুধু এফডি এর অনুমোদনের অপেক্ষা। আর এই অনুমোদন হলেই আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত করোনা ভ্যাকসিন বাজারে আসবে।

										