প্রচ্ছদ

সব স্কুল আবার বন্ধ নিউইয়র্কের

  |  ১৪:৫৬, নভেম্বর ১৯, ২০২০
www.adarshabarta.com

Manual3 Ad Code

মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধি :

Manual5 Ad Code

আশঙ্কাজনক হারে করোনার সংক্রমণ বাড়তে থাকায় নিউইয়র্কে আবারো বন্ধ করে দেওয়া হলো সব স্কুল। এই সিদ্ধান্ত স্থানীয় সময় ১৯ নভেম্বর বৃহস্পতিবার থেকেই কার্যকর হচ্ছে।

Manual6 Ad Code

যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্যের তুলনায় নিউইয়র্কে করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। কর্তৃপক্ষ জানিয়েছে, শহরটিতে কোভিডে আক্রান্তের হার ৩ শতাংশ বেড়েছে। নিউইয়র্কে এ পর্যন্ত করোনায় ৩৫ হাজার মানুষ মারা গেছেন।

এ বিষয়ে ১৮ নভেম্বর বুধবার নিউইয়র্ক স্কুলের চ্যান্সেলর রিচার্ড ক্যারানজা এক বিজ্ঞপ্তিতে জানান, শহরের সব ধরনের স্কুল বন্ধ থাকবে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। তবে অনলাইনে পাঠ্যসূচির কার্যক্রম চলবে বলে উল্লেখ করেন চ্যান্সেলর রিচার্ড। অভিভাবকদের উদ্দেশে চ্যান্সেলর বলেন, ‘শিক্ষার্থীদের সুরক্ষার বিষয়টি ভেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। স্কুল খোলা না পর্যন্ত আপনারা নিরাপদে থাকুন।’

Manual8 Ad Code

নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লেসিও বলেন, ‘এই সিদ্ধান্ত নিয়ে কেউ খুশি নন। আমরা আসলেই এর জন্য অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। আমি অভিভাবক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিশুদের প্রতি জোর দিয়ে বলতে চাই, খুব শিগগিরই আমরা ফিরে আসব।’

করোনায় যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আড়াই লক্ষাধিক মানুষ মারা গেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লকডাউন শিথিল নীতির কারণেই বহু মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করেন নিউইয়র্কের মেয়র।

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code