প্রচ্ছদ

২০৩০ সালে ডিজেল-পেট্রলচালিত গাড়ি বিক্রি বন্ধ করবে ব্রিটেন

  |  ১১:৩৯, নভেম্বর ১৯, ২০২০
www.adarshabarta.com

Manual2 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

ডিজেল ও পেট্রলচালিত গাড়ি। ছবি : সংগৃহীত
২০৩০ সাল থেকে যুক্তরাজ্যে ডিজেল ও পেট্রলচালিত গাড়ি বিক্রি বন্ধ করা হবে বলে ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে হাইব্রিড গাড়ি বিক্রি ২০৩০ সালের পর বন্ধ করা হবে বলে জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী।

Manual4 Ad Code

সবুজ শিল্পবিপ্লবের অংশ হিসেবে আড়াই লাখ কর্মসংস্থান সৃষ্টি ও জলবায়ু লক্ষ্য অর্জনের প্রচেষ্টায় কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনতে এমন ঘোষণা দিয়েছেন তিনি।

এদিকে ব্রিটিশ সরকারের এই পরিকল্পনার সমালোচকরা বলছেন, এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সরকার যে ৪০০ কোটি পাউন্ড বরাদ্দ দিয়েছে তা প্রয়োজনের তুলনায় অনেক কম। অবশ্য দেশটির বাণিজ্যমন্ত্রী অলোক শর্মা বলছেন, এক হাজার ২০০ কোটি পাউন্ড বরাদ্দের প্রাথমিক অংশ হলো এই ৪০০ কোটি পাউন্ড। খবর বিবিসির।

Manual7 Ad Code

বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭–এর সদস্যদের মধ্যে যুক্তরাজ্য প্রথম দেশ হিসেবে গত বছর ২০৫০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ শূন্যের কোটায় নামানোর জন্য আইন পাস করে।

গত ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী বরিস জনসন অবশ্য পেট্রল ও ডিজেলচালিত গাড়ি বিক্রি বন্ধে ২০৩৫ সাল পর্যন্ত সময় দিয়েছিলেন। কিন্তু এখন সে সময় আরো কমিয়ে তিনি বলেছেন, ২০৩০ সালের মধ্যে আড়াই লাখ কর্মসংস্থান সৃষ্টিতে সাহায্য করবে এ পরিকল্পনা।

Manual7 Ad Code

ব্রিটিশ সরকারের ঘোষণা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে পেট্রল ও ডিজেলচালিত গাড়ি এবং ২০৩৫ সালের মধ্যে নতুন হাইব্রিড গাড়ি বিক্রি বন্ধ করবে দেশটি।

Manual7 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code