প্রচ্ছদ

‘আমি কিছু স্বীকার করিনি’ সুর পাল্টে ট্রাম্প বললেন

  |  ০৯:৩৩, নভেম্বর ১৭, ২০২০
www.adarshabarta.com

Manual5 Ad Code

মোঃ নাসির, নিউ জার্সি, (আমেরিকা) প্রতিনিধি :

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয় মেনে নিলেও ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ভোট জালিয়াতি করে তিনি (বাইডেন) নির্বাচনে জিতেছেন। ১৫ নভেম্বর (রবিবার) স্থানীয় সময় সন্ধ্যায় প্রথমে একটি টুইটে ট্রাম্প বলেন, ‘কারচুপির নির্বাচনে জয় পেয়েছে জো বাইডেন।’

Manual4 Ad Code

সেই টুইটের পর যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো ডোনাল্ড ট্রাম্প পরাজয় স্বীকার নিয়েছেন- এমন খবর প্রচারের পর সুর পাল্টে নতুন টুইটে তিনি বলেন, ‘আমি কিছু স্বীকার করিনি। নির্বাচনী পর্যবেক্ষণকারী কোনো ব্যক্তি বা সংস্থাকে ভোট গণনায় যেতে দেওয়া হয়নি। নির্বাচন নিয়ে লড়াই চলবে।’

আগামী ২০ জানুয়ারি পর্যন্ত ক্ষমতায় থাকা বর্তমান প্রেসিডেন্ট আরও বলেন, কট্টর বামপন্থী মালিকানাধীন কিছু বেসরকারি প্রতিষ্ঠান ভোট গণনার কাজ তদারকি করেছে।ভোট গণনার কাজ তদারকিকারীদের দুর্নাম রয়েছে জানিয়ে টুইট বার্তায় তিনি বলেন, ‘তারা টেক্সাসে কাজ পাওয়ার জন্যও যোগ্যতা নেই।’

Manual8 Ad Code

এর আগেও ট্রাম্প ভোট জালিয়াতির অভিযোগ করেছেন একাধিকবার। এমনকি মামলাও করেছেন। যদিও ট্রাম্পের এমন অভিযোগকে যুক্তরাষ্ট্রের নির্বাচনী সংস্থা হাস্যকর ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছে।

Manual1 Ad Code
Manual5 Ad Code