প্রচ্ছদ

করোনা ভাইরাসে ৫ম বাংলাদেশীর মৃত্যু ওয়াশিংটনে

  |  ১০:৪২, এপ্রিল ২৯, ২০২০
www.adarshabarta.com

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজ- ওয়াশিংটন ডিসি:

মহামারী করোনা ভাইরাস সহ অন্যান্য রোগে আক্রান্ত হয়ে গত ২৬ এপ্রিল রোববার বৃহত্তর ওয়াশিংটনে আরো এক বাংলাদেশী প্রাণ হারিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। এনিয়ে মৃত্যুর সংখ্যা এখানে ৫ জনে দাঁড়ালো।
জানা যায়, বেশ কয়েকদিন ধরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিজ ঘরেই চিকিৎসাধীন ছিলেন ভার্জিনিয়ার ষ্প্রীংফিল্ড প্রবাসী খাদিজা বেগম (৭১)। আজ রোববার ভোর সাড়ে ৪ ঘটিকার সময় তিনি নিজ বাসায় ইন্তেকাল করেন। খবর বাপসনিউজ।

খবরে জানা যায়, খাদিজা বেগম সহ তার পুরো পরিবার বেশ কয়েকদিন ধরেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসায় পরিবারের অন্যান্য সদস্যরা সুস্থ্য হয়ে উঠতে শুরু করেছেন। খোদেজা বেগমের মৃত্যুতে বৃহত্তর ওয়াশিংটনে করোনা ভাইরাসে বাংলাদেশীদের মধ্যে মৃতের সংখ্যা ৫ এ দাঁড়ালো।
আজ বিকালেই খোদেজা বেগমের জানাযা এবং দাফন সম্পন্ন করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে, ভর্জিনিয়া বসবাসরত বাংলাদেশের এক সময়ের জাতীয় এথালেট কুস্তিগীর ফারুক আহমেদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তিনি বর্তমানে সুস্থ্য হয়ে বাসায় অবস্থান করছেন বলে জানা গেঁছে।