প্রচ্ছদ

সৌদি প্রবাসীদের প্রতি নতুন রাষ্ট্রদূত ডঃ জাবেদ পাটোয়ারীর আহ্বান

  |  ১৭:৩৬, সেপ্টেম্বর ০৫, ২০২০
www.adarshabarta.com

Manual8 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

Manual4 Ad Code

সৌদি আরবে বসবাসরত অভিবাসি বাংলাদেশিদের কাজের মাধ্যমে দেশের ভাবমূর্তি বৃদ্ধির আহ্বান জানিয়েছেন দেশটিতে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌদি আরবে বসবাসরত অভিবাসি বাংলাদেশিদের উদ্দেশ্যে দেয়া এক শুভেচ্ছা বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী গত ২২ আগস্ট সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের দায়িত্বভার গ্রহণ করেন।

Manual2 Ad Code

রাষ্ট্রদূত বলেন, ‘আসুন সবাই মিলে একযোগে সুখী, সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে আত্মনিয়োগ করি। আমাদের কষ্টার্জিত অর্থ বৈধপথে বাংলাদেশে প্রেরণ করি।’

Manual5 Ad Code

ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, সৌদি আরবের বিভিন্ন প্রান্তে বসবাসরত প্রবাসীদের দোরগোড়ায় দূতাবাসের কন্স্যুলার সেবা সহজে পৌঁছে দেয়ার জন্য প্রবাসী সেবা কেন্দ্র (ইডিসি) খোলা হয়েছে। যেখানে প্রবাসীরা সহজে পাসপোর্ট নবায়নসহ অন্যান্য সকল কন্স্যুলার সেবা গ্রহণ করতে পারছেন।

সেবা প্রদান সহজীকরণ ও স্বচ্ছতা আনয়নে দূতাবাস সর্বদা তৎপর রয়েছে বলে তিনি জানান।

Manual1 Ad Code

দূতাবাসের সেবাকে আরও আধুনিক করার জন্য প্রবাসীদের যে কোন পরামর্শকে স্বাগত জানান নতুন রাষ্ট্রদূত।

শুভেচ্ছা বক্তব্যে দুই পবিত্র মসজিদের হেফাজতকারী সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে আন্তরিক ধন্যবাদ জানান রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

প্রবাসীদের করোনাভাইরাস বিস্তার রোধে সকল স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে তিনি প্রবাসীদের সৌদি সরকারের সকল আইন কানুন মেনে চলার পরামর্শ দেন। বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এ ধরনের কাজ থেকে বিরত থাকার কথা পরামর্শ দেন। এসময় প্রবাসীরা রাষ্ট্রদূতের বক্তব্যে ধন্যবাদ জানিয়ে দূতাবাসের নেয়া বিভিন্ন উদ্যোগের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী গত ২৬ আগস্ট সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সাথে সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেন। রাষ্ট্রদূত ৩১ আগস্ট ডিপ্লোম্যাটিক কোরের ডিন জিবুতির রাষ্ট্রদূত দায়া আদ-দীন বামাখরামার সাথে শুভেচ্ছা বিনিময় ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এছাড়া তিনি বুধবার সৌদি আরবে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত ড. আওসাফ সায়ীদের সাথে সাক্ষাত করেন ও ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। এসময় ড. জাবেদ পাটোয়ারী ভারতীয় দূতাবাসের শোক বইয়ে স্বাক্ষর করেন।

Manual1 Ad Code
Manual4 Ad Code