প্রচ্ছদ

ছেলেসহ সৌদি যুবরাজ ফাহাদ বরখাস্ত

  |  ০৯:৫৫, সেপ্টেম্বর ০১, ২০২০
www.adarshabarta.com

Manual7 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

রাজপরিবারের দুজন গুরুত্বপূর্ণ সদস্যসহ বেশ কয়েকজন পদস্থ ব্যক্তিকে বরখাস্ত করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান। এর মধ্যে যুবরাজ ফাহাদ বিন তুর্কিকে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের সম্মিলিত সামরিক বাহিনীর প্রধানের পদ থেকে এবং তাঁর ছেলে আবদুল আজিজ বিন ফাহাদকে ডেপুটি গভর্নরের পদ থেকে বরখাস্ত করা হয়েছে।

Manual2 Ad Code

যুবরাজ ফাহাদ বিন তুর্কিসহ পাঁচজন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ‘সন্দেহজনক আর্থিক লেনদেন’ বিষয়ে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবেন। সৌদি বাদশাহর জারি করা ডিক্রিতে এ কথা জানানো হয়।

Manual7 Ad Code

বাদশাহ সালমানের ছেলে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান শুরু থেকেই দুর্নীতিবিরোধী অভিযান নিয়ে সরব রয়েছেন। তবে সমালোচকরা বলছেন, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কর্তৃত্বের পথে বাধা হওয়া লোকজনকে সরাতেই দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছে। এ বছরের শুরুতে বাদশাহর ছোট ভাই প্রিন্স আহমেদ বিন আবদুল আজিজ ও সাবেক ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন নায়েফসহ রাজপরিবারের তিন সদস্যকে গ্রেপ্তার করার খবর জানায় যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।

Manual4 Ad Code

এর আগে ২০১৭ সালে রাজপরিবারের অনেক সদস্যসহ মন্ত্রী ও ব্যবসায়ীদের আটক করে রিয়াদের হোটেল রিজ-কার্লটনে রাখা হয়। পরে অবশ্য অনেককে ছেড়েও দেওয়া হয়। তবে তা ১০০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি দেওয়ার শর্তে তাঁদের ছেড়ে দেওয়া হয় বলে জানা যায়।

Manual1 Ad Code
Manual7 Ad Code