প্রচ্ছদ

মাহবুব উজ জামানকে আবারও চুক্তিভিত্তিক চীনের রাষ্ট্রদূত নিয়োগ

  |  ০৮:৫৩, আগস্ট ২৭, ২০২০
www.adarshabarta.com

Manual3 Ad Code

মোঃ নাসির, বিশেষ প্রতিনিধি :

Manual8 Ad Code

চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামানকে আবারও এক বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

Manual1 Ad Code

বুধবার জন প্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মাহবুব উজ জামানকে অবসর উত্তর ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে ২৫ আগস্ট অথবা যোগদানের তারিখ থেকে আগামী এক বছরের জন্য চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হল।

Manual4 Ad Code

প্রসঙ্গত, মাহবুব উজ জামানকে গত বছর ২১ আগস্ট চীনে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি এর আগে সিঙ্গাপুর ও শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি জেনেভা, নিউইয়র্ক, অটোয়া, টোকিও, নয়া দিল্লির বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

Manual7 Ad Code

মাহবুব উজ জামান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করেন এবং বেলজিয়াম থেকে ফ্রেঞ্চ ভাষা এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ডিপ্লোমা করেন।

Manual1 Ad Code
Manual3 Ad Code