দারুল উলুম ফাউন্ডেশন এর উদ্যোগে লন্ডনে COVID-19 ফুড বিতরণ
প্রকাশিত হয়েছে | ০৪:৫৭, জুলাই ২৩, ২০২০
www.adarshabarta.com

গত ২২শে জুলাই বুধবার বিকাল ২ঘটিকায় হারফোরড সেন্টারে দারুল উলুম ফাউন্ডেশন এর উদ্যোগে ও কেনারী ওয়াফ এর অর্থায়নে কভিড 19 ফুড বিতরণ করা হয় ।
বিতরণ অনুষ্ঠানে উপস্হিত ছিলেন লন্ডনের টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার কাউন্সিলর আয়াস মিয়া, কাউন্সিলার দীপা দাশ মাওলানা নাজির উদ্দিন হাজি আয়ুব আলী, মাওলানা ইলিয়াস, সুনু মিয়া, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা মাহবুবুর রহমান, আব্দুল মুকিত, আবদুর রব, জয়নাল আবদীন, ইলিয়াস মিয়া, আবুল হুসাইন, আজাদুর রহমান, আবদুস বাসির, ইয়াহয়া শামিম প্রমুখ ।
বিভিন্ন কমিউনিটির বিপুল সংখক মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।