প্রচ্ছদ

নিউইয়র্ক গভর্নরের ফর্মুলা: আক্রান্ত ৫ শতাংশের নিচে থাকলে খুলবে স্কুল

  |  ১০:১৭, জুলাই ১৮, ২০২০
www.adarshabarta.com

মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা থেকে :

নিউইয়র্কে টানা ১৪ দিন কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৫ শতাংশের নিচে থাকলে সেখানকার স্কুল খুলে দেওয়া হবে। ১৩ জুলাই সোমবার এমন ফর্মুলাই ঘোষণা করেছেন নিউইয়র্ক সিটির গভর্নর অ্যান্ড্রু কুমো। তিনি বলেছেন, ওই ফর্মুলার ভিত্তিতে সেপ্টেম্বর মাসে কোন কোন স্কুল খোলা হতে পারে তা নির্ধারণ করা হবে। এটি নিউইয়র্কের প্রতিটি অঞ্চলে কোভিড-১৯ ডেটার ভিত্তিতে করা হবে। এই নিয়ম ১ থেকে ৭ আগস্টের মধ্যে প্রয়োগ করা হবে। ১৪ দিনের মধ্যে যদি এই রিজিওনে দৈনিক করোনা ভাইরাসে সংক্রমণের হার গড়ে ৫ শতাংশ কিংবা তার কম থাকে, তবে ওই সব রিজিওনাল শিক্ষার্থীদের জন্য স্কুল খুলে দেওয়া হবে। গভর্নর এটাও বলেছেন, ১ আগস্টের পরে করোনা সংক্রমণের হার সাত দিনের গড়ের তুলনায় ৯ শতাংশের বেশি হয়, তবে স্কুলগুলো আবার বন্ধ করে দেওয়া হবে। তবে স্কুল খোলার পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অবশ্যই তাদের ডিস্ট্রিক্টগুলোর জন্য নির্দিষ্ট নির্দেশিকা অনুসরণ করতে হবে। নিউইয়র্ক স্টেট স্বাস্থ্য বিভাগ নির্দেশিকা প্রকাশ করেছে, যা ডিস্ট্রিক্টগুলো পরিকল্পনা তৈরিতে ব্যবহার করবে। স্বাস্থ্য বিভাগের নির্দেশাবলিতে মাস্ক ও পিপিই অন্তর্ভুক্ত রয়েছে। শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের সামাজিক দূরত্ব, পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবহন ও খাদ্য পরিষেবা-সংক্রান্ত দিকনির্দেশগুলো মেনে স্কুল কার্যক্রম চালাতে হবে। নিউইয়র্কে কয়েক লাখ শিক্ষার্থী স্কুলে যাওয়ার অপেক্ষায় রয়েছে। তবে এখনো কেউ নিশ্চিত নন সেপ্টেম্বরে স্কুল খুলবে কি না। ১২ জুলাই রোববার নিউইয়র্কে ৫১ হাজার ৬৮০ জনের কোভিড-১৯ পরীক্ষা করা হয়। এর মধ্যে ১.০৭ শতাংশ পজিটিভ পাওয়া গেছে। একই দিন হাডসন ভ্যালিতে ০.৮ শতাংশ মানুষের কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে। গভর্নর বলেন, ১৮ মার্চের পর থেকে ৭৯২টি হাসপাতালে ভর্তি সর্বনিম্ন। ১৩ জুলাই ১০ জন নিউইয়র্কার করোনাভাইরাসে মারা গিয়েছেন, যা আগের দিন প্রকাশিত সংখ্যার দ্বিগুণ।

গভর্নর কুমো আরো বলেন, স্কুল পুনরায় চালু করা অর্থনীতির পুনরায় খোলার মতো হতে হবে। কেবল ডেটার ভিত্তিতে নয়, ফ্যাক্টস, ডেটা ও বিজ্ঞানের ওপর ভিত্তি করে। তিনি স্মরণ করিয়ে দেন, ভাইরাস নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে স্কুল খোলা সম্ভব হবে না। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উদ্দেশে তিনি বলেন, যদি ভাইরাস নিয়ন্ত্রণে থাকে, তবে স্কুল খুলুন, তা না হলে রিওপেন করা যাবে না। আমরা বাচ্চাদের এমন জায়গায় ঠেলে দেব না, যেখানে তাদের স্বাস্থ্যের ক্ষতি হয়। তিনি স্মরণ করিয়ে দেন, হোয়াইট হাউস একটি কোভিড মডেল প্রকল্প করেছে। সেখানে বলা হয়েছে, যদি মাস্ক নীতি মানা না হয়, তাহলে আরও ৪০ হাজার আমেরিকান মারা যাবে। এদিকে নিউইয়র্ক গভর্নর কুমো আটলান্টার মেয়র কেইশা ল্যান্স বটমসের সাথে যোগ দেন, যিনি সম্প্রতি করোনাভাইরাস পজিটিভ হন। বটমস ও তার স্বামী অ্যাসিম্পটোটিক তাদের সন্তানের কাছ থেকে কোভিড-১৯-এ সংক্রমিত হয়েছিলেন। বটমস ফেডারেল ও স্টেট উভয় স্তরে নেতৃত্বের অভাব সম্পর্কে কথা বলেন। তিনি আরও যোগ করেন, ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে এবং পরাস্ত করতে মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে সমন্বিত দৃষ্টিভঙ্গি থাকা দরকার। বটমস কুমোকে তার নেতৃত্ব এবং কোভিড-১৯ বক্ররেখাকে কীভাবে আঁকতে পারেন, সে সম্পর্কে টেমপ্লেটের জন্য ধন্যবাদ জানান। কুমো আরো বলেন, করোনাভাইরাস মোকাবিলা ও প্রতিরোধ করার জন্য তিনি জর্জিয়ায় সহায়তা পাঠাচ্ছেন।