প্রচ্ছদ

উত্তেজনার মধ্যেই আমেরিকা থেকে রাইফেল কিনছে ভারত

  |  ১৭:২৩, জুলাই ১৪, ২০২০
www.adarshabarta.com

Manual6 Ad Code

মোঃ নাসির, বিশেষ প্রতিনিধি :

Manual5 Ad Code

চীনের সঙ্গে লাদাখ উত্তেজনার মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৭২,০০০ অ্যাসল্ট রাইফেলের অর্ডার দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। আপাতকালীন অবস্থায় সেনাকে ৫০০ কোটি টাকা পর্যন্ত অস্ত্র কেনার ক্ষমতা দিয়েছে দেশটির সরকার। সেই তহবিল থেকেই ওই অস্ত্র কিনছে সেনাবাহিনী।

ইতিমধ্যেই এই ধরনের অ্যাসল্ট রাইফেলের প্রথম ব্যাচটি এসে গিয়েছে। তা ব্যবহার করবে নর্দান কমান্ড। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, আরও ৭২,০০০ ওই রাইফেলের অর্ডার দেওয়া হচ্ছে।

Manual8 Ad Code

বর্তমানে সেনাবাহিনীর হাতে থাকে ইনসাস রাইফেল। বহুদিন ধরেই ওই রাইফেলের পরিবর্তে অন্য কোনও অস্ত্র ব্যবহার করার কথা উঠছিল। এবার ব্যবহার হবে Sig Sauer 716 রাইফেল। সেনাবাহিনীর পরিকল্পনা হল, দেড় লাখ ওই ধরনের রাইফেল ব্যবহার করা হবে এলওসির ডিউটিতে ও জঙ্গি দমনে।

Manual2 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code