প্রচ্ছদ

নিউইয়র্কে বর্ণবাদের অভিযোগে সেন্টাল পার্ক থেকে সরিয়ে ফেলা হচ্ছে রুজভেল্টের মূর্তি

  |  ২১:০০, জুন ২৭, ২০২০
www.adarshabarta.com

Manual3 Ad Code

হাকিকুল ইসলাম খোকন / মোঃ নাসির , যুক্তরাষ্ট্র থেকে :

Manual1 Ad Code

বর্ণবিদ্বেষের জেরে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল পার্ক জাদুঘরের সামনে থাকা সাবেক প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টের মূর্তি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। মূর্তিটি বর্ণবৈষম্যের প্রতিক বলে অনেক আগে থেকেই অভিযোগ ছিল।
ব্রোঞ্জের তৈরি মূর্তিটি সেন্ট্রাল পার্ক জাদুঘরের পশ্চিম দিকের প্রবেশদ্বারে অবস্থিত। ঘোড়ায় চড়া রুজভেল্টের পাশে একজন নেটিভ আমেরিকান আর ঘোড়ার পাশে একজন আফ্রিকান। ১৯৪০ সাল থেকেই জাতিগত বিদ্বেষের ইঙ্গিত দিয়ে আসছে মূর্তিটি। খবর বাপসনিউজ।

Manual4 Ad Code

নিউইয়র্কের সিটি মেয়র বিল ডি ব্লাসিও এক লিখিত বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্রের মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি থিওডোর রুজভেল্টের মূর্তিটি সরিয়ে ফেলছে। কারণ এটি কৃষ্ণাঙ্গ এবং আদিবাসীদের স্পষ্টভাবে পরাধীন ও বর্ণগতভাবে নিকৃষ্ট বলে চিহ্নিত করে।

Manual6 Ad Code

জাদুঘরের সভাপতি, অ্যালেন ফিউটার নিউইয়র্ক টাইমসকে বলেছেন, জর্জ ফ্লোয়েড হত্যার পরে উদ্ভূত জাতিগত বিচারের জেরে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে রুজভেল্টের মূর্তিটি কখন সরানো হবে এবং কোথায় যাবে তা নির্ধারণ করা হয়নি। এর আগে ২০১৭ সালে বিক্ষোভকারীরা মূর্তিটিকে লক্ষ্য করে লাল রং ছিটিয়ে দেয়।

Manual1 Ad Code
Manual4 Ad Code