প্রচ্ছদ

যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ১০ হাজার ছাড়িয়েছে

  |  ০৮:৪০, জুন ০৫, ২০২০
www.adarshabarta.com

Manual4 Ad Code

মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা থেকে :

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে চলা বিক্ষোভে ১০ হাজারের বেশি আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি)-এর খবরে বলা হয়, প্রতিদিন নতুন নতুন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে আর সেই সাথে গ্রেপ্তারের সংখ্যাও বাড়ছে। বিক্ষোভ দমনে কারফিউ জারি থাকায় আইনশৃঙ্খলাবাহিনীর গ্রেপ্তারের ক্ষমতাও বেড়েছে।

Manual7 Ad Code

এপি’র খবর বলা হয় সবচেয়ে গ্রেপ্তার করা হয়েছে লস অ্যাঞ্জেলসে। এরপর রয়েছে নিউ ইয়র্ক, ডালাস ও ফিলাডেলফিয়া। গ্রেপ্তারকৃতদের বেশিরভাগের বিরুদ্ধে কারফিউ ভঙ্গ ও পুলিশের নির্দেশ মতো বিক্ষোভস্থল ছেড়ে না যাওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া কারো বিরুদ্ধে রয়েছে ডাকাতি ও লুটপাটের অভিযোগ।
বুধবার সন্ধ্যায় শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। যার ৮৬ শতাংশ ওয়াশিংটন ডিসি, ম্যারিল্যান্ড ও ভার্জিনিয়ার।

Manual3 Ad Code

এদিকে করোনাভাইরাস মহামারি যুক্তরাষ্ট্রের বিভিন্ন কারাগারেও ছড়িয়ে পড়েছে বলে এপির খবরে বলা হয়। বিক্ষোভকারীদের অনেক সময় জিপ-টাই পরিয়ে বসিয়ে রাখতে বা বাসে করে ঘটনাস্থল থেকে সরিয়ে নিতে দেখা গেছে।

Manual8 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code