প্রচ্ছদ

যুক্তরাষ্ট্রে পুলিশের রাবার বুলেটে চোখ হারালেন নারী সাংবাদিক

  |  ২২:১৫, জুন ০২, ২০২০
www.adarshabarta.com

Manual2 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্রে শেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে চলা বিক্ষোভের ছবি তুলতে গিয়ে পুলিশের ছোড়া রাবার বুলেটে চোখ হারিয়েছেন এক ফটোসাংবাদিক।লিন্ডা টিরাদো নামে ওই নারী ফ্রিল্যান্স ফটোসাংবাদিক।তিনি মিনেপোলিসে চলা বিক্ষোভে এই দুর্ঘটনার শিকার হন।তিনি আর একচোখে দেখতে পারবেন না।তবুও মনবল হারাননি ওই সাংবাদিক।খবর বিবিসির।টিরাদো জানান, শনিবার তিনি মিনেপোলিসের রাস্তায় বিক্ষোভের সংবাদ কাভার করতে গিয়েছিলেন। হঠাৎ পুলিশের দিক থেকে আসা একটি রাবার বুলেট তার বাঁ চোখে এসে লাগে।বিক্ষোভকারীরা তাকে সহায়তায় এগিয়ে আসে এবং হাসপাতালে নিয়ে যান। সেখানে তার চোখে অস্ত্রোপচার করা হয়েছে।

Manual1 Ad Code

দুই স্তানের জননী ৩৭ বছর বয়সী এই নারী সাংবাদিক জানান, রাবার বুলেটের আঘাতে বাঁ চোখের আলো তিনি স্থায়ীভাবে হারিয়ে ফেলেছেন।ওই ঘটনার বর্ণনায় তিনি বলেন, ‘ওই মুহূর্তে মনে হয়েছিল আমার মুখ বিস্ফোরণে উড়ে গেছে।অস্ত্রোপচার করে তার চোখ থেকে গুলি বের করা হলেও চিকিৎসকেরা জানিয়েছেন, ওই চোখে তিনি আর দেখতে পাবেন না। তবে এক চোখের জ্যোতি হারালেও ভেঙে পড়েননি টিরাদো।এটা আমার ফটোগ্রাফি চোখ না। তাই ক্যারিয়ারও শেষ হচ্ছে না। আমি এখনো ফুল ও সূর্য ডোবা দেখতে পাই’-যোগ করেন নারী সাংবাদিক।

Manual1 Ad Code

প্রসঙ্গত,কৃষ্ণাঙ্গ যুবক হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। এক সপ্তাহ ধরে সেখানে বিক্ষোভ চলছে।

Manual1 Ad Code
Manual2 Ad Code