প্রচ্ছদ

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে

  |  ১০:১৪, মে ২৮, ২০২০
www.adarshabarta.com

Manual1 Ad Code

মোঃ নাসির (নিউ জার্সি) আমেরিকা থেকে :

Manual5 Ad Code

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুর সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। বিশ্বের অন্য সব দেশের চেয়ে এই প্রাণহানি বেশি। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
চলতি বছরের ২১ জানুয়ারি ওয়াশিংটনে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তির সন্ধান পাওয়া যায়। এর পর ৫০ দিনে রোগীর সংখ্যা ১ হাজার ছাড়ায়। এরপরই শুরু হয় লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি। সর্বশেষ যুক্তরাষ্ট্রে কোভিড–১৯ এ আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৯০ হাজার মানুষ। যা বিশ্বের মোট সংক্রমিত মানুষের ৩০ শতাংশ। মেরিল্যান্ডের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, গতকাল বুধবার রাত পর্যন্ত কোভিড–১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ২৭৬ জন।কেবল গতকাল মারা গেছেন ১ হাজার ৪০১ জনে। সবশেষ এই ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা বাড়ার পাশাপাশি বেড়েছে সংক্রমণের সংখ্যা। এর আগে গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা কমে আসছিল। তা ৭০০ জনের নিচে ছিল।

Manual8 Ad Code

Manual1 Ad Code
Manual6 Ad Code