প্রচ্ছদ

জাপানে করোনার ধাক্কায় জিডিপি কমেছে ৩.৪%

  |  ১০:১৬, মে ১৯, ২০২০
www.adarshabarta.com

আদর্শবার্তা ডেস্ক :

করোনাভাইরাসের ধাক্কায় বিশ্বজুড়ে যে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে, তাতে চীন, যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেনসহ অন্য দেশগুলোর মতো মন্দায় পড়েছে এশিয়ার বড় অর্থনীতির দেশ জাপানও।

চলতি বছরের প্রথম ৩ মাসে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের জিডিপি ৩ দশমিক ৪ শতাংশ কমেছে বলে জানিয়েছে দেশটির সরকার।

সোমবার বিবিসির এক প্রতিবেদন বলা হয়, জাপান সরকারের ধারণা ছিল চলতি বছরের প্রথম কোয়ার্টারে জিডিপি ৫ শতাংশ কমে যাবে। সেই হিসাবে ৩ দশমিক ৪ শতাংশ জিডিপি কমার সংবাদ কিছুটা হলেও স্বস্তির।

জাপান বলছে, জানুয়ারি-মার্চ সময়ে দেশটির ভোক্তাদের অভ্যন্তরীণ চাহিদা ও ব্যবসা কমেছে। রপ্তানিও কমছে ৬ শতাংশ।

বিশ্লেষকরা বলছেন, অর্থনীতির অবস্থা আরো খারাপের দিকে যেতে পারে। যদিও দেশজুড়ে জরুরি অবস্থা জারি করায় ব্যবসা-বাণিজ্য ও বিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকার পরও এপ্রিল পর্যন্ত করোনাভাইরাসের পুরো প্রভাব দেখা যায়নি।

দেশটির অর্থনীতিবিদদের ধারণা, দ্বিতীয় কোয়ার্টারে (এপ্রিল-জুন) জিডিপি কমতে পারে ২০ শতাংশ পর্যন্ত। যা হবে এ যাবৎকালে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ কম জিডিপি।

তবুও অনেকে আশা করছেন, দ্রুত তাদের অর্থনীতি পুনরুদ্ধার করতে সক্ষম হবে দেশটি।

সুত্র: চ্যানেল আই অনলাইন