প্রচ্ছদ

ভ্যাকসিন পাওয়া যাক বা না যাক, পৃথিবী বদলে যাবে : ট্রুডো

  |  ২১:৫৩, মে ১৫, ২০২০
www.adarshabarta.com

Manual2 Ad Code

আদর্শ বার্তা ডেস্ক :

Manual4 Ad Code

করোনাভাইরাসের ভ্যাকসিন একদিন না একদিন হয়তো ঠিকই পাওয়া যাবে। মহামারির দিনও একদিন হয়তো শেষ হবে। কিন্তু তাই বলে পৃথিবী আর কোনোদিনই আগের জায়গায় ফিরবে না। এমন মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

Manual4 Ad Code

তিনি দেশটির নাগরিকদের নতুন পৃথিবীর সাথে নিজেদের মানিয়ে নিতে এবং নিজেদের অভ্যাসের পরিবর্তনগুলো গ্রহণ করার আহবান জানিয়েছেন।

করোনাভাইরাস পরিস্থিতির কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত খাতে ৩৩৪ মিলিয়ন ডলারের প্যাকেজ ঘোষণা করেছেন ট্রুডো। এই অর্থ দেশটির মৎস্য খাত ও ন্যাশনাল পার্ক পুনরায় খোলার জন্য ব্যায় করা হবে বলে জানিয়েছে দেশটির একটি সংবাদ মাধ্যম।

তিনি বলেন, “আমাদের এটা স্বীকার করতে হবে ভ্যাকসিন পাওয়া গেলেও এবং মহামারি শেষ হলেও পৃথিবী বদলে যাবে। কোভিড-নাইনটিন এমন এক বিষয় যা আমাদের সমাজ পরবির্তন করে দিবে। সব কিছুর সাথে আমাদের মানিয়ে নিতে হবে।”

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি পরিস্থিতি বিশেষজ্ঞ মাইক রায়ান বলেছেন যে করোনাভাইরাস এইচআইভির মতো স্থায়ী এক রোগ হিসেবে পৃথিবীতে থেকে যাবে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, এই রোগ হয়তো কোনোদিনই পৃথিবী থেকে চলে যাবে না।

এ দিকে কানাডার বিভিন্ন রাজ্যে লকডাউন শিথিল করা হচ্ছে। এ ছাড়া গ্রীষ্মের গরমের কারণে বহু লোক বাড়ির বাইরে আসা শুরু করেছে।

Manual3 Ad Code

কানাডার সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চল অন্তারিওতে ১৯ মে থেকে দোকানপাট, গাড়ি ব্যবসা এবং নির্মাণাধীন ভবনের কর্মকাণ্ড পুনরায় শুরু করা যাবে। অঞ্চলটির অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি প্রদানের উদ্দেশ্যে গ্রহণ করা তিনটি ধাপের একটি হলো এই উদ্যোগ।

কানাডার সরকারি স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার কমে এসেছে। দেশটিতে করোনাভাইরাসে মারা যাওয়া ৬০ শতাংশের বেশি মানুষ ছিলেন ক্যুবেক অঞ্চলের বাসিন্দা।

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code