তার আগ পর্যন্ত কেবল মক্কা ছাড়া সৌদি আরবজুড়ে নাগরিকরা স্থানীয় সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাইরে চলাফেরা করতে পারবেন, ব্যবসা-বাণিজ্যও চালু থাকবে।
মক্কায় এখন পূর্ণ কারফিউ বহাল আছে বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘এসপিএ’-তে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে।
সৌদি আরবে গত ২৬ এপ্রিল মক্কা ও এর আশপাশের এলাকা বাদে অন্যসব জায়গায় কারফিউ শিথিল করা হয়। এর আওতায় ৯টা-৫টা চলাচল এবং দোকানপাট খোলার অনুমতি দেওয়া হয়েছিল।
এর আগে ২ এপ্রিল সৌদি আরবের রাজধানী রিয়াদ, মক্কাসহ অন্য বড় শহরগুলোতে ২৪ ঘণ্টার কারফিউ জারি হয়েছিল।
রমজান মাসের শুরুতে তা শিথিল করা হলেও করোনাভাইরাসের প্রকোপ বেশি এমন এলাকাগুলো পূর্ণ লকডাউনেই রাখা হয়েছিল।
সৌদি আরবে এ পর্যন্ত মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ৯২৫ এবং মারা গেছে ২৬৪ জন।