হৃদযন্ত্রে সমস্যা নিয়ে হাসপাতালে মনমোহন সিং

আদর্শবার্তা ডেস্ক:
নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এআইআইএমএস) হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তাকে হাসপাতালের কার্ডিও – থোরাসিক বিভাগে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।
হাসপাতালের তরফে জানানো হয়েছে, সন্ধের পর তাঁকে হাসপাতালে আনা হয়। সঙ্গে সঙ্গে তাঁকে ভর্তি করে বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রীর অবস্থা স্থিতিশীল।
বলে রাখি, দীর্ঘদিন হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন মনমোহন সিং। সেজন্য নিয়মিত চিকিৎসার মধ্যে থাকতে হয় তাঁকে।
মোদী সরকারের বরাবরের সমালোচন বিশ্বখ্যাত এই অর্থনীতিবিদ। নানা বিষয়ে মোদী সরকারের অর্থনৈতিক সিদ্ধান্তের বিরোধিতা করেছেন তিনি। সম্প্রতি করোনার জন্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ স্থগিত রাখার সিদ্ধান্তের বিরোধিতায় সরব হয়েছিলেন তিনি। বলেছিলেন, অহেতুক কষ্টের মধ্যে ঠেলা হচ্ছে তাঁদের।
ভারতের দুই বারের প্রধানমন্ত্রী ৮৭ বছর বয়সী মনমোহন সিং দীর্ঘদিন ধরেই হ্রদরোগে ভুগছেন। এর আগে ২০০৯ সালে দিল্লির এই হাসপাতালেই তার বাইপাস হার্ট সার্জারি করা হয়।
-হিন্দুস্থানটাইমস