প্রচ্ছদ

অউ বাঁশ হামাইলো: মজার অভিজ্ঞতা / রম্য কথন

  |  ০২:৫৭, জুলাই ২১, ২০২২
www.adarshabarta.com

অউ বাঁশ হামাইলো:
মজার অভিজ্ঞতা / রম্য কথন
হাসনাত মুহ. আনোয়ার


বেশ ক’বছর আগের কথা। একদিন সিলেট শহরের বন্দর পয়েন্টে পত্রিকা স্টলে পত্রিকা কিনতে গেছি, হঠাৎ শুনি এক লোক জোরসে চীৎকার করে বলছেঃ
অউ, বাঁশ হামাইলো, অউ বাঁশ হামাইলো !! (এই বাঁশ ঢুকলো, এই, বাঁশ ঢুকলো !) আমি তো অবাক, ঠিক অবাক নই, বলা যায়- হতবাক ! বলে কী, এই লোক !

‘কার বাঁশ, কেমনে দি হামাইলো !’
হা: হা: হা: …!!

বিষয়টা বুঝতে যেদিকে আওয়াজ আসছিলো, সেদিকেই এগিয়ে গেলাম। গিয়ে যা দেখলাম, তাহলো এই—
..
লোকটি এক ঠেলাগাড়ী ভর্তি বাঁশ নিয়ে যাচ্ছিলো। যেহেতু বাঁশ ঠেলাগাড়ী থেকে অনেক লম্বা। তাই সামনে দিয়ে অনেক বাঁশ বেরিয়ে রয়েছে । অসাবধানে কারো না কারো আঘাত লাগতে পারে, তাই বেচারা ঠেলাওয়ালা সবাইকে সাবধান করে দিতে চীৎকার করে বলছিল–

অউ, বাঁশ হামাইলো !! অউ, বাঁশ হামাইলো !!

লোকটা যেভাবে চীৎকার দিয়ে বলছিলো, হঠাৎ শুনলে যে কারোই আঁতকে উঠার কথা। আমি একটু এগিয়ে ঠেলাওয়ালাকে ধমক দিয়ে বললাম–এই মিয়া, একটু ভদ্রভাবে সুন্দর করে বলতে পারোনা ?
সুন্দর করে, ভদ্রভাবে বলতে গেলে কেউ শুনেই না।কিন্তু এভাবে চীৎকার করলে সবাই খেয়াল দিয়ে শুনে এবং দৌড়ে পালায় ! এই যেমন এখন আপনিও শুনেছেন ! তাই এভাবে চীৎকার করে বলা ছাড়া উপায় নেই ! কারন এ ছাড়া কেউই সরতে চায়না। -গম্ভীর কন্ঠে ঠেলাওয়ালার জবাব। আমি আর কী বলবো, একদম চূপ মেরে গেলাম। ঠেলাওয়ালার বাস্তব অভিজ্ঞতার কাছে হার মানতেই হলো !