প্রচ্ছদ

অকেয়া হক জেবু-এর কবিতা “অপেক্ষা”

  |  ১৪:২০, মে ১৭, ২০২২
www.adarshabarta.com

অপেক্ষা
অকেয়া হক জেবু

অক্ষিকোনে হাজারো স্বপ্ন
বৃষ্টির জলধারার মত ঝরে যায়।
শুভ্র মেঘের ভেলায় চড়ে-
রংধনুর সাত রং নিয়ে ফিরে আসবে
বসন্তের বাহারি পুষ্পের মনোহরিতে
আমার আলয় জুড়ে।

আমি স্বপ্নবিলাসী রাজকন্যা,
বিশাল নীলিমার নীলে-
বিভোর হয়ে আছি প্রতিটাক্ষণ
আবদ্ধ স্বপ্নের মায়াজালে।।

দিনমনি ফুটে ওঠবে একদিন
কৃষ্ণ মেঘের আড়ালে –
হিয়াকোনের হাজারো স্বপ্ন
পূরন হবে মন বলে।

গভীর অমনিষা কেটে
উষার আলোয় রাঙা প্রভাত
এ যেন শুধু সময়ের কাছে
সময়ের প্রহর গুনা।

হাতছানি দিয়ে ডাকছে
ঔ স্বপ্নের তরী কেয়া ঘাটে,
আর কিছুটা সময় অপেক্ষা,
অপেক্ষা শুধুই অপেক্ষা
স্বপ্নের মায়জালে।

(এডভোকেট অকেয়া হক জেবু, হবিগঞ্জ জজকোর্ট)