প্রচ্ছদ

‘ব্রিটিশ বাংলা জার্নালিস্ট ইউনিয়ন’ এর উদ্যোগে বাংলাদেশের “বিজয় দিবস” পালিত

  |  ১৭:৫৪, ডিসেম্বর ২৭, ২০২১
www.adarshabarta.com

আদর্শবার্তা ডেস্ক:

গত ২১ ডিসেম্বর, মঙ্গলবার, সন্ধ্যা .৩০ টায় ইস্ট লন্ডনের হোয়াইট চ্যাপেলস্থ স্থানীয় একটি রেস্টুরেন্টেব্রিটিশ বাংলা জার্নালিস্ট ইউনিয়নএর পক্ষ থেকে বাংলাদেশের মহানবিজয় দিবসেরএক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিবিজেইউ সভাপতিজনজীবনএর সম্পাদক জনাব ছমির উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ডা. গিয়াস উদ্দিন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সাংবাদিকবৃন্দ কমিউনিটির বিশিষ্ট ব‍্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি শিক্ষানুরাগী জনাব শেখ ফারুক আহমদ।

বক্তাগণ মহান বিজয় দিবস প্রসঙ্গে বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে এত রক্ত ঝরেছে,যা ইতিহাসে বিরল। ৩০ লক্ষ শহীদের আত্মাহুতি লক্ষ মাবোনের ইজ্জতের বিনিময়ে বিজয় লাভ সম্ভবপর হয়েছে।

বক্তাগণ বলেন, আমরা ভৌগলিক সীমারেখা পেয়েছি,জাতীয় সংগীত জাতীয় পতাকা পেয়েছি কিন্তু মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার অর্থনৈতিক মুক্তি নিয়ে এখনও প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে। দেশের উন্নতি হয় নি, এটা বলা যাবে না।

তবে দিন দিন বৈষম্য বেড়েই চলেছে। ২২পরিবারের বদলে ২২ হাজার পরিবারের সৃষ্টি হয়েছে। আবার ওরাই দেশের সম্পদ কুক্ষিগত করেছে, দেশের সম্পদ বিদেশে পাচার করছে। আর সেইসব গরীব আজো গরীবই রয়ে গেছে।

তারা বলেন, আমাদের জাতীয় জীবনে মৌলিক অধিকার না পাওয়া পর্যন্ত আমাদের বিজয় অর্জন হয়নি। এই বিজয়ের লক্ষ্য নিয়ে আমাদের সকলকে কাজ করতে হবে। বিশেষ করে প্রবাসীরা আজ টাকার মেশিন। তথাপি বিমান বন্দরে হয়রানি, তাদের কোন মৌলিক অধিকার নেই, ভোটাধিকার নেই,জমিজমা কেনাবেচার অধিকার নেই,জমিজমার কর দেয়ারও অধিকার নেই বলে অনেকে নানা অভিযোগ করেন। এই যদি দেশের বাস্তব অবস্থা হয়,তাহলে আমরা কি পেলাম। প্রবাসীরা এমনকি ব‍্যাংক একাউন্ট পর্যন্ত খোলতে পারে না বলে নানা ধরনের অভিযোগ পাওয়া যায়।

বাংলাদেশে মিলিয়নেরও বেশি বার্মিজ রোহিঙ্গা রিফিউজি অবস্থান করছে,দীর্ঘদিন ধরে ওরা বাস করছে। সে কারণে কক্সবাজারের জনজীবন একেবারে বিপর্যস্ত। এখনও ওদেরকে তাদের নিজ দেশে ফিরিয়ে নেয়ার কোন ফলপ্রসূ আলোচনাই হয় নি। বাংলাদেশ আন্তর্জাতিক বিপর্যয়ের সম্মূখীন হতে যাচ্ছে। সরকারের উচিত হবে দেশ মাতৃকার কল্যাণের জন্য পরিস্থিতির যথাযথভাবে মোকাবেলা করা।

সভা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানায়, অভিলম্বে প্রবাসীদের অধিকার সংরক্ষণ করে প্রবাসীদের ভোটাধিকার আইডি কার্ডের ্যবস্থা নিশ্চিত করা। প্রবাসীদের সকল নাগরিক অধিকার বাস্তবায়িত করা। সরকারের অবশ‍্যই স্মরণ রাখা উচিত বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের দান অপরিসীম।

সভার পক্ষ থেকে বাংলাদেশের চলমান বর্তমান পরিস্থিতি নিয়ে শীঘ্রই একটি সেমিনারের আয়োজন করার প্রস্তাবটি গৃহিত হয়।

আলোচনায় অন‍্যান‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহসভাপতি জনাব ফখর উদ্দিন চৌধুরি, সহসভাপতি এডভোকেট শিব্বির আহমদ তালুকদার, জয়েন্ট সেক্রেটারী জয়নূল আবেদীন, কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান শাহনূর, উপদেষ্টা খান জামাল নুরুল ইসলাম, নজরুল ইসলাম শিকদার,হূমায়ুন কবির, গয়াছুর রহমান গয়াছ, মাহমুদ রিয়াদ, সাদেকূল আমিন, ইকবাল লতিফ, ওয়ারিছ উদ্দিন আবু সৈয়দ আহমদ প্রমূখ। সভায় শহীদদের স্মরণে নিরবতা পালন করা হয়। আপায়ন শেষে দোয়া পরিচালনা করেন, মওলানা আব্দুল কুদ্দুছ।