প্রচ্ছদ

হাসনাত মুহ: আনোয়ার এর ছড়া ঝরছে বরফ

  |  ০৯:১৩, ডিসেম্বর ০৪, ২০২১
www.adarshabarta.com
ঝরছে বরফ
হাসনাত মুহ: আনোয়ার
টিপ্ টিপ্ টিপ্ ঝরছে বরফ
একটানা রাতভর,
শুভ্র সফেদ বালুকণা যেন
মাঠ ঘাট প্রান্তর ।
একটানা ঝরে স্তুপ হয়ে আছে
পিছল রাস্তাঘাট,
চলতে গেলেই হোঁচটের ভয়
রাস্তায় প্রনিপাত ।
প্রাইভেট কার,পাবলিক বাস
সকলের ধীরগতি,
তবুও প্রাণে শঙ্কা জাগে
ঘটে যদি দুর্গতি !
কার ‘কারে’ লাগে ধাক্কা কখন
নাইতো নিয়ন্ত্রণ,
ঘরের বাহির হতে ভয় প্রাণে
শঙ্কা ও শিহরণ।
শুধুই কি তাই, আরও আছে
বরফ ঠান্ডা বায়ূ,
সাইবেরিয়ার বাঘও পালায়
হাতে নিয়ে পরমায়ূ ।
সেন্ট্রাল হিটিং, গ্যাস জ্বালিয়ে
সকলের গৃহবাস,
বরফের দিন এলো পশ্চিমে
হায় কি সর্বনাশ ।
নতুন তো নয়, প্রতিবার আসে
তবুও শঙ্কা জাগে,
পথ জানা নাই, থাকলে সবাই
পালাতো সবার আগে ।
যতই বড়াই করি প্রযুক্তির
প্রকৃতিই মহারাজ ?
স্রস্টাই মহান, প্রকৃতির প্রভূ
তাঁহারই সকল রাজ ।
রুখবে তুষার, বন্যা, সুনামী
এমন সাধ্য কার,
তিনিই পারেন রুখতে এসব
বন্দনা গাই তাঁর ॥
………………………………
হাসনাত আনোয়ার
ব্রাডফোর্ড, ইউকে
২৭ নভেম্বর, ২০২১
শনিবার, ভোর রাত চারটা।