প্রচ্ছদ

ঝলমলে সুন্দর দিনে লন্ডন ম‍্যারাথন ২০২১ অনুষ্ঠিত

  |  ০৭:৫৭, অক্টোবর ০৪, ২০২১
www.adarshabarta.com

Manual1 Ad Code

শিহাবুজ্জামান কামাল :
রবিবার ৩ অক্টোবর ২০২১ লন্ডনে অনুষ্ঠিত হল ঐতিহাসিক লন্ডন ম‍্যারাথন। সকাল সাড়ে নয়টায় শুরু হয় এই দৌড় প্রতিযোগিতা। দৌড় শুরু হলে হাজার হাজার অপেক্ষমাণ মানুষ দৌড়বিদদের কলতালি দিয়ে অভ‍্যর্থনা জানান। ছোট বড় সব বয়সের মানুষ রাস্তার দু’পাশে দাঁড়িয়ে ছিলেন। বিভিন্ন স্থানে রাস্তার মোড়ে মোড়ে ছিল বিভিন্ন সামাজিক,সেবাধর্মী প্রতিষ্টানেের স্টলের পসরা। হাতে ছিল নানা রঙ্গের প্লেকার্ড,ফেস্টুন ব‍্যানার। এবছর ৫০ হাজারেরও বেশি দৌড়বিদ ম‍্যারাথনে অংশ গ্রহণ করেন।
লন্ডনের চার্টন ওয়ে থেকে আরম্ব হয়ে এই দৌড় সেন্ট জন্স পার্কে গিয়ে সমাপ্ত হয়। কাংখিত স্থানে পৌঁছাতে ২৬ পয়েন্ট ২ মাইল তাঁদেরকে দৌড়াতে হয়।
লন্ডন ম‍্যারাথনে ২০২১ এর পুরুষ বিজয়ী হয়েছেন সীসে লিমা। তিনি ২ ঘন্টা ৪ মিনিট ১ সেকেন্ডে তাোর কাংখিত স্বানে পৌঁছেন এবং মহিলা বিজয়ীর নাম জয়মিলিন জেবকসকি। তিনি ২ ঘন্টা ১৭ মিনিট ৪৩ সেকেন্ডে তাঁর গন্তব‍্যে পৌছান।
লন্ডন ম‍্যারাথনকে সফল করতে সর্বত্র বাড়তি নিরাপত্তার ব‍্যবস্থা ছিল। ঝলমলে সুন্দর দিনের এই ম‍্যারাথন লন্ডনবাসি দারুণ ভাবে উপভোগ করেন।

Manual1 Ad Code
Manual6 Ad Code