প্রচ্ছদ

এ মাদারস সোল্ডার এর উদ্যোগে আটশত পরিবারের মধ্যে ঈদ ফুডপ্যাক বিতরণ

  |  ০৪:০০, মে ১৭, ২০২১
www.adarshabarta.com

 

সিলেট অফিস:

অসহায় মানুষের সেবার ব্রত নিয়ে প্রতিষ্ঠিত যুক্তরাজ্যভিত্তিক চ্যারিটি সংস্থা ‘এ মাদারস সোল্ডার’ এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব অসহায় পরিবারের মধ্যে ঈদ ফুডপ্যাক বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতরের দিন শুক্রবার এ উপলক্ষে বিশ্বনাথের আহমদাবাদ পূর্ব মন্ডলকাপন জামেয়া ইসলামিয়া হযরত বেলাল (রা:) হাফিজিয়া দাখিল মাদরাসায় ফারুক আহমদের সভাপতিত্বে ও হাফিজ সাবলু আমিনের সঞ্চালনায় আয়োজিত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট লেখক ফোরাম সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল।

বক্তব্যে তিনি বলেন, যুক্তরাজ্য প্রবাসী কয়েকজন মহীয়সী নারীর উদ্যোগে প্রতিষ্ঠিত চ্যারিটি সংস্থা ‘এ মাদারস সোল্ডার’ নিজেদেরকে জনসম্মুখে না এনে আর্তমানবতার কল্যাণে কাজ করে যাওয়ার বিরল দৃষ্টান্ত মানবসেবায় অন্যান্যদের আরও উদ্বুদ্ধ করবে বলে আমরা মনে করি। তিনি আরও বলেন, প্রবাসীরা দেশের দরিদ্র মানুষের ভাগ্যের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারা বৈশ্বিক মহামারি করোনার এ সংকটময় মুহুর্তে তাদের কষ্টার্জিত অর্থের উল্লেখযোগ্য অংশ দান করে মহানুভবতার পরিচয় দিচ্ছেন। প্রবাসী বিত্তবানদের সাহায্য সহযোগিতায় দেশের অসহায় দরিদ্ররা অনেকেই স্বাবলম্বী হয়েছেন এবং হচ্ছেন। তিনি সংস্থার ফাউন্ডার, দাতা ও সকল প্রবাসী দানশীলদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আরও বেশি করে এলাকার আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখার আহবান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমাজসেবী আব্দুল মতিন, মোঃ জাহান মিয়া, মোঃ ফজলু মিয়া প্রমূখ।

অনুষ্ঠান শেষে সংস্থার পক্ষ থেকে বিশ^নাথের ৮০০ গরিব অসহায় পরিবারের মধ্যে ঈদ ফুড প্যাক প্রদান করা হয়।