প্রচ্ছদ

আলজাজিরা-এপির অফিস গুঁড়িয়ে দেওয়ায় যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া

  |  ১৮:৪৬, মে ১৫, ২০২১
www.adarshabarta.com

মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধি :
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অবস্থিত কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার ও এপির কার্যালয় বিমান হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।
আন্তর্জাতিক গণমাধ্যমের অফিস গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় হোয়াইট হাউস বিবৃতি দিয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সোসাকি টুইট বার্তায় বলেছেন, আমরা সরাসরি ইসরায়েলিদের সঙ্গে যোগাযোগ করেছি। জানিয়েছি, সাংবাদিক ও স্বাধীন গণমাধ্যমের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করা প্রধান দায়িত্ব। এই ঘটনায় বিবৃতি দিয়েছে এপিও। এপির প্রেসিডেন্ট ও সিইও গ্যারি প্রুইট এক বিবৃতিতে বলেছেন, ‘এটি একটি অবিশ্বাস্যভাবে গোলমেলে ঘটনা। অল্পের জন্য আমাদের কোনো প্রাণ হারাতে হয়নি।’ এই ঘটনায় হুঁশিয়ারি দিয়েছে আলজাজিরাও। আলজারিরা বলেছে, সত্য প্রচারের ক্ষেত্রে তারা নীরব থাকবে না।