প্রচ্ছদ

বাংলাদেশের জন্য চিকিৎসা সামগ্রি পাঠিয়েছে সংযুক্ত আরব আমিরাত

  |  ১৬:০৮, মে ০১, ২০২০
www.adarshabarta.com

Manual8 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

Manual8 Ad Code

সংযুক্ত আরব আমিরাত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) কোভিড -১৯ এর বিস্তার রোধে বাংলাদেশে ইত্তেহাদ বিমানের বিশেষ ফ্লাইটে সাত টন চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে। তাতে রয়েছে ৭ হাজার স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী।
উক্ত সহায়তা সম্পর্কে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সাইদ মুহাম্মাদ আল-মুহাইরি বলেন, “বিশ্বব্যাপী এই মহামারীর সংক্রমণ প্রতিরোধে আমিরাত সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের চিকিৎসা খাতে উপহার হিসেবে ৭ টন চিকিৎসা সামগ্রী পাঠানো হয়েছে।”

Manual8 Ad Code

আমিরাত এ পর্যন্ত ৩৩ টি দেশে ৩৪১ টন চিকিৎসা সামগ্রী উপহার হিসেবে পাঠিয়েছে। তাতে ৩৪১০০০ চিকিৎসা সুরক্ষা সামগ্রী রয়েছে।
এদিকে মহামারীর এই সময়ে বাংলাদেশের পাশে দাঁড়ানোয় আমিরাতে বসবাসরত বাংলাদেশী প্রবাসীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমিরাতের রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান এবং উপ-রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ মুহাম্মদ বিন রাশেদ আল মাকতুমকে ধন্যবাদ জানিয়েছেন।

এছাড়া গত ২৮ শে এপ্রিল আমিরাতের কারাগার থেকে রমজান উপলক্ষে ১৮৯ জন যাত্রী ফ্লাই দুবাই যোগে ঢাকা এয়ারপোর্টে পৌঁছেয়েছেন তা নিশ্চিত করেছেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশ দুতাবাসের শ্রম কাউন্সিল আব্দুল আলিম মিয়া।

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code