প্রচ্ছদ

পর্যটকদের জন্য সীমানা খুলছে স্পেন

  |  ০২:৪৫, এপ্রিল ২৯, ২০২১
www.adarshabarta.com

আদর্শবার্তা ডেস্ক :

বিশ্বের ভ্রমণ পিপাসুদের জন্য দারুণ এক পছন্দের দেশ স্পেন। করোনার প্রথম ঢেউয়ে দেশটির নাজেহাল দশা। স্পেনে মৃত্যুর মিছিল দেখেছে বিশ্ব। খারাপ সময় অতিক্রম করে শিগগিরই পর্যটকদের জন্য সীমানা খুলছে দেশটি।

সরকার জানিয়েছে, আসছে জুন মাস থেকেই পর্যটকরা স্পেনে ভ্রমণ করতে পারবেন। এর আগে স্পেনকে পর্যটকদের জন্য প্রস্তুত করতে হবে। ইউরোপীয় ইউনিয়ন এই গ্রীষ্মের ছুটির জন্য একটি ডিজিটাল পাস তৈরির চেষ্টা করছে।

এতে জানা যাবে, কোনো ব্যক্তি কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করেছেন কিনা কিংবা তার করোনা হয়েছিল কিনা এসব তথ্য। এরই মধ্যে অনেকগুলো দেশ এই ডিজিটাল পাস ও কিছু দেশ কাগজের পাস চালু করেছে।

স্পেন জানিয়েছে, জুন মাস থেকে পর্যটকরা স্পেনে প্রবেশ করতে পারবে এ পাসের ওপর ভিত্তি করেই। তবে ইউরোপীয় ইউনিয়নের বাইরের রাষ্ট্রগুলো এই সুযোগ পাবে কিনা তা এখনো স্পষ্ট নয়।

এদিকে ইংল্যান্ডের মানুষদের ছুটি কাটানোর জন্য জনপ্রিয় দেশ স্পেন। এবার সেখানকার মানুষ স্পেনে আসতে পারবেন কিনা তা জানতে আরও কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে।