সিলেট ছেড়েছেন আরো ১’শ ৪৪ ব্রিটিশ নাগরিক
প্রকাশিত হয়েছে | ১৩:৩০, মে ০১, ২০২০
www.adarshabarta.com
আদর্শবার্তা ডেস্ক

যুক্তরাজ্যের উদ্দেশ্যে সিলেট ছেড়েছেন আরো ১৪৪ জন ব্রিটিশ নাগরিক।
সকালে সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে তারা সিলেট ত্যাগ করেন। দুপুরে তারা ঢাকা পৌছেছেন। বিকেলে ব্রিটিশ এয়ারওয়েজেরে বিশেষ ফ্লাইটে তারা ঢাকা ছাড়বেন বলে জানা গেছে।
সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরের ম্যানেজার হাফিজ উদ্দিন জানিয়েছেন- সকালে সিলেটের যাত্রীদের ঢাকা নিয়ে যেতে বিমানের একটি বিশেষ ফ্লাইট সিলেটে আসে। এরপর বেলা ১১ টার দিকে ১৪৪ জন যাত্রী নিয়ে ওই ফ্লাইট সিলেট ত্যাগ করে।
তিনি বলেন- দুপুরে ফ্লাইটটি ঢাকা পৌছে গেছে। বিকেলে তারা যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।