প্রচ্ছদ

বায়ুদূষণে বিশ্বে ‘প্রথম’ বাংলাদেশ

  |  ১০:৩২, মার্চ ২২, ২০২১
www.adarshabarta.com

আদর্শবার্তা ডেস্ক :

২০২০ সালে বিশ্বের সবচেয়ে দূষিত দেশ হিসেবে শনাক্ত হয়েছে বাংলাদেশ। এই তালিকায় বাংলাদেশের পর যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান ও ভারত। সুইজারল্যান্ড ভিত্তিক সংস্থা আইকিউএয়ার এই তালিকা প্রকাশ করেছে।

পিএম-২.৫ বা বস্তুকণার ২.৫ মানের ওপর ভিত্তি করে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর দেশ ও শহরের তালিকা প্রকাশ করেছে আইকিউএয়ার। এই তালিকায় টানা তৃতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী চিহ্নিত হয়েছে ভারতের দিল্লি।

বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দূষিত দেশ হিসেবে শনাক্ত হওয়ার পাশাপাশি রাজধানী ঢাকা বিশ্বের দ্বিতীয় দূষিত রাজধানী চিহ্নিত হয়েছে। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে মঙ্গোলিয়ার উলানবাটর। এই দুই দেশের রাজধানী শহর দুই বছর ধরে একই অবস্থানে রয়েছে।

আইকিউএয়ার বলছে, ২০২০ সালে বাংলাদেশের বাতাসে প্রাণঘাতী পিএম-২.৫ এর উপস্থিতি ছিল প্রতি ঘনমিটারে ৭৭ দশমিক ১ শতাংশ। এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেয়া সীমার চেয়ে সাত গুণ বেশি। এদিকে ২০২০ সালের বিশ্বের শীর্ষ ৫০টি দূষিত শহরের মধ্যে ভারতেরই ৩৫টি শহর রয়েছে।