প্রচ্ছদ

বাংলাদেশী কমিউনিটির দুইজন প্রাণপুরুষের ইনতেকালে ইউ.কে বাংলা প্রেসক্লাব সভাপতির শোকগাঁথা

  |  ০৭:০৮, ফেব্রুয়ারি ২০, ২০২১
www.adarshabarta.com
বৃটেনে বাংলাদেশী কমিউনিটির দুইজন প্রাণপুরুষের করোনা ভাইরাসে মৃত্যুতে ইউ.কে বাংলা প্রেসক্লাব সভাপতি কে এম আবুতাহের চৌধুরীর শোকগাঁথা
১৯ ফেব্রুয়ারী শুক্রবার করোনার সাথে লড়াই করতে করতে মহান আল্লাহর ইচ্ছা অনুযায়ী চলে গেলেন কমিউনিটি নেতা , রাজনীতিবীদ, শিক্ষানুরাগী ও সমাজসেবক এনামুল হক চৌধুরী ।
তিনি সুইনডন শহরে বসবাস করতেন । কিন্তু লণ্ডন ছিলো তাঁর সমাজসেবার চারনভূমি । ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন হাসিখুশী ,অমায়িক ব্যবহার ও পরোপকারী ব্যক্তি । মেইনস্ট্রীম রাজনীতিতে তিনি ছিলেন উচ্চ পর্যায়ে। বিভিন্ন সংগঠণের সাথে ছিলেন জড়িত ।
একই দিনে ইষ্ট লণ্ডন মসজিদে জানাযার নামাজ ও গার্ডেন অব পিসে দাফন করা হলো আরেক আলোকিত মানুষ , শিক্ষাবিদ ও মানুষ গড়ার কারিগর ড: কে এম এ মালিককে ।
তিনি ছিলেন ঢাকা ও কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও একজন শক্তিমান লেখক। একজন দেশপ্রেমিক হিসাবে বাংলাদেশ নিয়ে সব সময় চিন্তা করতেন । প্রতিটি আন্দোলন  সংগ্রামে ছিলেন সোচ্চার । তিনিও কভিডে আক্রান্ত হয়ে মারা যান । ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অমায়িক , হাসিখুশী ও স্পষ্টবাদী।
উভয়ের মৃত্যুতে বিলেতে বাংলাদেশী কমিউনিটির বিরাট ক্ষতি হয়েছে । আমি তাদের এই মৃত্যুতে গভীরভাবে শোকাহত ।
মহান আল্লাহ তাদের মাফ করে দিন ও বেহেশত নসিব করুন ।